​ABOUT

মাওলানা মোঃ আমির হামজা একজন ধর্মীয় আলোচক । তিনি ১৯৯২ সালের ১৮ই অক্টবার বাংলাদেশের কুষ্টিয়া জেলায় জন্মগ্রহন করেন । তার বাবার নাম মোঃ রিয়াজ উদ্দিন ।


প্রকাশিত বইসমূহ ঃ-

১. নামায আদায় পদ্ধতি

২. মুসলমান কখন কাফের হয়

৩. বাংলাদেশে প্রচলিত দিবসসমূহ

৪. দো জাহানের বিশ্বনবী (সা)

৫. জান্নাতি নারির বিশিষ্ট


প্রকাশিত বিবৃতিসমূহ ঃ-

১. হাশরের ময়দানে ৭৩ কাতারের কে থাকবে কোন কাতারে

২. সাহাবিদের ঈমান

৩. নারির উপর পুরুষের মর্যাদা ও নেক্কার নারির বিশিষ্ট

৪. পরকালের সম্বল

৫. আল্লাহর ক্ষমাপ্রাপ্ত বান্দা কারা

৬. ঐক্যবদ্ধভাবে আল্লাহর হুকুম পালন করা


হাফেজ মাওলানা আমির হামযা বাংলাদেশের একজন প্রখ্যাত ইসলামি চিন্তাবিদ । তিনি বাংলাদেশে জন্মগ্রহন করেন । তার পৈত্রিক নিবাস বাংলাদেশের কুষ্টিয়া জেলায় । তিনি বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে অয়াজ-মাহফিল, ইসলামিক সেমিনার ও আলাপ আলোচনার মাধ্যমে সকল ধর্মের মানুষদের ইসলামিক বিভিন্ন বিষয়ের উপর দিকনির্দেশনা দেওয়ার উপর সচল আছেন ।
এই ওয়েবসাইটটি শুধুমাত্র তার ওয়াজ-মাহফিল সমূহকে মানুষের মাঝে ছড়িয়ে দাওয়ার উদ্দেশে এবং মানুষ যেন এই অয়াজ-মাহফিল এর ভিডিও গুলো দেখার মাধ্যমে দৈনন্দিন জীবনের ভুল ত্রটি সংশোধন করতে পারে ও প্রত্যেকে প্রত্যেকের ইসলামিক জীবন পরিচালনা করতে তার উদ্দেশে ব্যবহার করা হয়েছে ।

 

ওয়াজ-মাহফিল ভিডিও ক্রেডিট ঃ - তাহজিব সেন্টার